• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুন ১০, ২০২২, ০৭:৩৮ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১০, ২০২২, ০৭:৩৮ পিএম

১০ মিনিটে বিক্ষোভ শেষ করতে বলায় ওসিকে মারধর

১০ মিনিটে বিক্ষোভ শেষ করতে বলায় ওসিকে মারধর

রাজধানীর মোহাম্মদপুরের ঢাকা উদ্যান এলাকায় মোহাম্মদপুর থানার ওসি আবুল কালাম আজাদকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

কয়েকটি ইসলামি সংগঠনের নেতারা শুক্রবার (১০ জুন) দুপুরে আড়াইটার দিকে তার ওপর হামলা চালান।

বিষয়টি নিশ্চিত করেছেন থানার ইনস্পেক্টর (তদন্ত) মোহাম্মদ কামরুজ্জামান। 

প্রত্যক্ষদর্শীরা জানায়, জুম্মা নামাজের কিছুক্ষণ পর ঢাকা উদ্যান এলাকায় ইসলামি দলগুলো বিক্ষোভ শুরু করলে মোহাম্মদপুর থানার ওসি তাদেরকে ১০ মিনিটের মধ্যে বিক্ষোভ শেষ করতে অনুরোধ করেন। ওসি এ সময় পাঞ্জাবি পড়িহিত ছিলেন। কথা বলে যাওয়ার সময় পেছন থেকে ওসির উপর হামলা চালায় ও মারধর করে।

মোহাম্মদপুর থানার পরিদর্শক (তদন্ত) কামরুজ্জামান বলেন, ওসি মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন। ওসিকে প্রথমে চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে আগারগাঁওয়ের নিউরো সায়েন্স হাসপাতালে নেওয়া হয়েছে। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসক জানিয়েছেন, তিনি এখন শংকামুক্ত।

এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি বলে জানান তিনি।