• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৭, ২০২৩, ১১:১৬ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৭, ২০২৩, ১১:১৬ পিএম

ঝুঁকিপূর্ণ মার্কেট ভাঙার সময় ঘোষণা

ঝুঁকিপূর্ণ মার্কেট ভাঙার সময় ঘোষণা
ছবি ● ফাইল ফটো

রাজধানীর অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত মার্কেটগুলো ঈদের পরে পর্যায়ক্রমে ভেঙে ফেলা হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ফজলে নূর তাপস। 

সম্প্রতি রাজধানীর বঙ্গবাজার ও নিউ সুপার মাকের্টে অগ্নিকাণ্ডের পর মার্কেটগুলোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। 

এরই পরিপ্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র বলেন, এখন থেকে অগ্নিকাণ্ডসহ যেকোনও দুর্ঘটনা এড়াতে রাজধানীর মার্কেটগুলোতে নিয়মিত তদারকি করবে সিটি করপোরেশন গঠিত স্থায়ী কমিটি। এরইমধ্যে কয়েকটি মার্কেটকে অতি ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ঈদের পর সেগুলো পর্যায়ক্রমে ভেঙে ফেলা হবে।

সোমবার নগর ভবনে বঙ্গবাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নিজস্ব তহবিল থেকে দুই কোটি টাকার অনুদান তুলে দেয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। 

অনুষ্ঠানে মেয়র তাপস আরও বলেন, প্রতিদিনই বড় মার্কেটগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এটা নিয়ে আমরা আতঙ্কিত। এটা নাশকতা কি না তা খুঁজে বের করতে এরইমধ্যে গোয়েন্দা সংস্থাগুলো কাজ শুরু করেছে। যদি কেউ জড়িত থাকে তাহলে শনাক্ত করে শাস্তি নিশ্চিত করা হবে।

জাগরণ/রাজধানী/কেএপি