ঘন কুয়াশার কারণে ৫ঘণ্টা বন্ধ থাকার পর শিমুলিয়া-কাঠাঁলবাড়ি নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। শনিবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ওই রুটে ফেরি চলাচল শুরু হয়। এর আগে ভোর ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ থাকে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুল আলিম জানান, সকাল ৮টা থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে কুয়াশার তীব্রতা এতোটাই বেশি ছিল যে, খুব কাছের কোনও বস্তুও দেখা সম্ভব হচ্ছিল না। গভীর রাত থেকে কুয়াশা পড়া শুরু হলেও ভোর রাত ৩টা থেকে কুয়াশা বাড়তে থাকে। বাধ্য হয়ে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়।
এএস