• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মে ৬, ২০১৯, ০৫:৩০ পিএম
সর্বশেষ আপডেট : মে ৬, ২০১৯, ০৫:৩০ পিএম

চাঁদপুরে গৃহবধূ হত্যার দায়ে স্বামীর ফাঁসি

চাঁদপুরে গৃহবধূ হত্যার দায়ে স্বামীর ফাঁসি

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার গৃহবধূ আকলিমা আক্তারকে হত্যার দায়ে স্বামী ফারুক হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছে চাঁদপুর জেলা ও দায়রা জজ আদালত। একই সঙ্গে আসামি ফারুক হোসেনকে ১০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়। এই মামলার অপর আসামি শাশুড়ি মনি বেগমকে বেকসুর খালাস দিয়েছেন আদালত। সোমবার (৬ মে) দুপুরে চাঁদপুর জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন এই রায় প্রদান করেন।

মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি ফারুক হোসেন হাজীগঞ্জ উপজেলার এনায়েতপুর মুন্সিবাড়ির মৃত আনোয়ার হোসেনের ছেলে। ফারুক হোসেন পেশায় একজন কসাই ছিলেন। মৃত আকলিমা একই উপজেলার পালিশারা গ্রামের দুবাই প্রবাসী হাসান আলীর মেয়ে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালে ফারুক হোসেনের সাথে আকলিমা আক্তারের বিয়ে হয়। ২০১৫ সালের ২৯ জুন দুপুরে আকলিমা আক্তারকে শ্বাসরোধ করে হত্যা করে। এই ঘটনায় আকলিমার মামা মো. আবুল কালাম বাদি হয়ে ওই দিন সন্ধ্যায় হাজীগঞ্জ থানায় আকলিমা আক্তারের স্বামী ফারুক হোসেন ও তার শাশুড়ি মনি বেগমকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। 

আদালতে সরকারি পক্ষে মামলা পরিচালনা করেন পিপি অ্যাড. আমান উল্লাহ ও এপিপি অ্যাড. মোক্তার আহমেদ। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. গাজী মোহাম্মদ দুলাল।

কেএসটি