• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মে ২১, ২০১৯, ০৩:৩৮ পিএম
সর্বশেষ আপডেট : মে ২১, ২০১৯, ০৩:৩৮ পিএম

হবিগঞ্জ পৌরসভার উপনির্বাচন ২৪ জুন

হবিগঞ্জ পৌরসভার উপনির্বাচন ২৪ জুন

হবিগঞ্জ পৌরসভার মেয়র পদে উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (২১ মে) সকালে জেলা নির্বাচন কর্মকর্তা মো. নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, সোমবার (২০ মে) নির্বাচন কমিশনের আদেশক্রমে উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক আদেশে তফসিল ঘোষণা করা হয়।

তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমাদানের শেষ তারিখ ২৭ মে, প্রার্থিতা প্রত্যাহার ৯ জুন, প্রতীক বরাদ্দ ১০ জুন এবং ভোট গ্রহণ ২৪ জুন।

এদিকে হবিগঞ্জ পৌরসভার নির্বাচনকে ঘিরে গত তিন মাস ধরেই সম্ভাব্য প্রার্থীরা চালিয়ে যাচ্ছেন প্রচার-প্রচারণা। ইতোমধ্যে ব্যানার-ফেস্টুনে ছেয়ে গেছে শহরের অলিগলি।

জানা গেছে, ক্ষমতাসীন দল আওয়ামী লীগ থেকে হাফ ডজন প্রার্থী রয়েছেন। প্রচারণায় আছেন স্বতন্ত্র প্রার্থীরাও। তবে বিএনপি থেকে সম্ভাব্য প্রার্থীদের নির্বাচনে আগ্রহ থাকলেও দলীয় সিদ্ধান্ত না হওয়ায় প্রকাশ্যে প্রচারণায় নেই তারা।

উল্লেখ্য, গত জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ পৌরসভার মেয়র জি কে গউছ বিএনপি থেকে নির্বাচনে অংশ নেওয়ায় মেয়র পদ থেকে পদত্যাগ করলে পদটি শূন্য হয়।

এনআই