• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুন ১, ২০১৯, ১১:১২ এএম
সর্বশেষ আপডেট : জুন ১, ২০১৯, ১১:১২ এএম

চাঁদপুর-চট্টগ্রামে চারটি স্পেশাল ট্রেন

চাঁদপুর-চট্টগ্রামে চারটি স্পেশাল ট্রেন

পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষ্যে চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রামের মধ্যে দুই জোড়া বিশেষ যাত্রীবাহী ঈদ স্পেশাল ট্রেন চলাচলের ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এতে করে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলীয় হাজার হাজার যাত্রীসহ ঘরমুখো যাত্রীদের নির্বিঘ্নে ভ্রমণ করা নিরাপদ হবে।

বাংলাদেশ রেলওয়ে চট্টগ্রামের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্টের আদেশ লিপিতে ২ জুন থেকে ঈদের পর ৪ জুন পর্যন্ত ঈদ স্পেশাল-ট্রেন চলাচল করবে। ঈদ স্পেশাল-১,২,৩ ও ৪ চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রামের মধ্যে চলাচল করবে। আগামী ২ জুন হতে ঈদ স্পেশাল-১-চট্টগ্রাম থেকে সকাল ১১টা ৩০ মিনিটে ছেড়ে চাঁদপুর পৌঁছবে বিকেল ৪টা ২৫ মিনিটে। 

ঈদ স্পেশাল-২ চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাবে ভোর রাত ৩টা ৩০ মিনিটে, চট্টগ্রাম পৌঁছবে সকাল ৮টা ১০ মিনিটে। 

ঈদ স্পেশাল-৩ চট্টগ্রাম থেকে ছাড়বে বিকাল ৩টা ২০ মিনিটে, চাঁদপুর পৌঁছবে রাত ৮টা ১৫ মিনিটে। ঈদ স্পেশাল-৪ ট্রেনটি চাঁদপুর হতে ভোর ৬টায় ছেড়ে চট্টগ্রাম গিয়ে পৌঁছবে সকাল ১০টা ৫৫ মিনিটে। ঈদ স্পেশাল-১,২,৩ ও ৪ ঈদের পরের দিন থেকে ৭ দিন পর্যন্ত চলাচল করবে। 

চট্টগ্রাম থেকে চাঁদপুর ও চাঁদপুর থেকে চট্টগ্রাম আসা-যাওয়ার সময় ওইসব ট্রেন ফেনী, লাঙ্গলকোট, লাকসাম, চিতোষী রোড, মেহের, হাজীগঞ্জ, মধুরোড ও চাঁদপুর কোর্ট স্টেশনে যাত্রা বিরতি করবে। 

কেএসটি