• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুন ২১, ২০১৯, ০৯:২৩ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২১, ২০১৯, ০৯:২৩ পিএম

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায়

কুড়িগ্রামে ৬ পরীক্ষার্থী‌কে কারাদণ্ড

কুড়িগ্রামে ৬ পরীক্ষার্থী‌কে কারাদণ্ড

কু‌ড়িগ্রা‌মে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দা‌য়ে ৬ পরীক্ষার্থী‌কে এক মা‌সের ক‌রে কারাদণ্ড দি‌য়ে‌ছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (২১ জুন) বিকা‌লে তা‌দের কু‌ড়িগ্রাম জেলা কারাগা‌রে পাঠা‌নো হয়। কু‌ড়িগ্রাম জেলা কারাগা‌রের জেলার মো. লুৎফর রহমান এ তথ্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

দণ্ডপ্রাপ্তরা হ‌লেন কু‌ড়িগ্রাম শহ‌রের নিমবাগান এলাকার বা‌সিন্দা আতিকা তাস‌মিন, সদর উপ‌জেলার কাঁঠালবাড়ী শিবরাম এলাকার নওরিন আক্তার, ফুলবাড়ী উপ‌জেলার চন্দ্রখানা এলাকার গোলাম মোস্তফা, একই উপ‌জেলার আনিছুর রহমান, মকবুল হো‌সেন ও শা‌হিনা খাতুন।

কারাগার সূত্র জানায়, শুক্রবার প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় বি‌ভিন্ন কে‌ন্দ্রে পরীক্ষায় অংশ নেওয়া এই  ছয় পরীক্ষার্থীকে পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দা‌য়ে সং‌শ্লিষ্ট কে‌ন্দ্রের দা‌য়ি‌ত্বে থাকা নির্বাহী ম্যা‌জি‌স্ট্রেটরা ভ্রাম্যমাণ আদাল‌তের মাধ্যমে তাদের এক মা‌সের ক‌রে কারাদণ্ডের আদেশ দি‌য়ে জেলহাজ‌তে প্রেরণ ক‌রেন।

কু‌ড়িগ্রাম জেলা কারাগা‌রের জেলার মো. লুৎফর রহমান জানান, শুক্রবার বিকা‌লে দণ্ডা‌দেশসহ ছয় পরীক্ষার্থী‌কে কারাগা‌রে পাঠা‌নো হ‌লে কারা কর্তৃপক্ষ তা‌দের‌ হাজ‌তে প্রেরণ ক‌রে।

এনআই