• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুন ২৭, ২০১৯, ০১:৪৬ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২৭, ২০১৯, ০৫:১৮ পিএম

বরগুনার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারে প্রধানমন্ত্রীর নির্দেশ 

বরগুনার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারে প্রধানমন্ত্রীর নির্দেশ 

ভিডিও: রিফাতের ওপর সন্ত্রাসীদের সেই নৃশংস হামলার দৃশ্য (আনকাভার ভিডিও অপশনে ক্লিক করুন)


বরগুনায় নৃশংসভাবে স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে হত্যার ঘটনায় আসামিদের দ্রুত গ্রেফতারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। 

আজ বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য জানান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী হত্যাকারীদের গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে নির্দেশ দিয়েছেন। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, এ ঘটনায় সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে, তা বলা ঠিক হবে না। এটা কোন রাজনৈতিক হত্যাকাণ্ড নয়। এটা প্রেম ঘটিত নৃশংসতা। 

ওবায়দুল কাদের বলেন, বিষয়টি নিয়ে সরকারে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। এই ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের মুখোমুখি করতে কঠোর নির্দেশ দিয়েছেন। 

তিনি বলেন, বরগুনায় আইনশৃঙ্খলা বাহিনীর কোন অবহেলা বা সেখানে (থানা) আইনশৃঙ্খলার কোন অবনতি ছিলো কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

এমএএম/আরআই

আরও পড়ুন