• ঢাকা
  • সোমবার, ২১ এপ্রিল, ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: জুন ২৮, ২০১৯, ১০:২৯ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২৮, ২০১৯, ১০:২৯ পিএম

রিফাত হত্যা মামলা

দুই আসামি ৭ দিন ও একজন ৩ দিনের রিমান্ডে

দুই আসামি ৭ দিন ও একজন ৩ দিনের রিমান্ডে
রিফাত হত্যা মামলায় গ্রেপ্তারকৃত আসামি চন্দন ও হাসান ৭ দিনের রিমান্ডে ছবি : জাগরণ

বরগুনায় প্রকাশ্য দিবালোকে শাহনেওয়াজ রিফাত (রিফাত শরীফ) নামের এক যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার তিন আসামির মধ্যে চন্দন ও হাসানের ৭ দিন এবং নাজমুল হাসানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

শুক্রবার (২৮ জুন) বিকাল সাড়ে পাঁচটার দিকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. রাসেল এই আদেশ দেন।

এর আগে সকাল ১১টার দিকে আসামিদের আদালতে হাজির করে মামলার তদন্তকারী কর্মকর্তা হুমায়ুন কবির ১০ দিনের রিমান্ড আবেদন করেন। আদালতের বিচারক বিকাল সাড়ে পাঁচটার দিকে এজাহারভুক্ত আসামি চন্দন ও মো. হাসানের ৭ দিন করে এবং অজ্ঞাতনামা আসামি নাজমুল হাসানের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হুমায়ুন কবির রিমান্ড মঞ্জুরের বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা আদালতের কাছে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য প্রত্যেক আসামির জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করি। আদালতের বিচারক দুজনের ৭ দিন ও ১ জনের ৩ দিন রিমান্ড মঞ্জুর করেছেন।’

উল্লেখ্য, বুধবার (২৬ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে শাহনেওয়াজ রিফাতকে। তার স্ত্রী আয়েশা আক্তার মিন্নি হামলাকারীদের প্রাণপণ বাধা দিয়েও স্বামীকে বাঁচাতে পারেননি। একাধারে রিফাতকে কুপিয়ে বীরদর্পে অস্ত্র উঁচিয়ে এলাকা ত্যাগ করে দুর্বৃত্তরা। তারা চেহারা আড়াল করারও কোনো চেষ্টা করেনি। গুরুতর আহত রিফাতকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এনআই