• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুন ২৯, ২০১৯, ০৩:৩৪ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২৯, ২০১৯, ০৩:৩৪ পিএম

উখিয়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা

উখিয়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় ৩৫ জনের বিরুদ্ধে মামলা

কক্সবাজারের উখিয়ায় দায়িত্বরত বিজিবির সদস্যদের ওপর হামলার ঘটনায় থানায় মামলা হয়েছে। বিজিবির পক্ষ থেকে উখিয়া থানায় দায়েরকৃত পৃথক তিনটি মামলায় ৩৫ জনকে আসামি করা হলেও কাউকে আটক করা যায়নি। পালংখালী সীমান্তের নলবনিয়া গ্রামে শুক্রবার (২৮ জুন) সকাল সাড়ে ১০টার দিকে এই হামলার ঘটনা ঘটে। সন্ত্রাসী হামলার ঘটনায় বিজিবির দুই সদস্যসহ ৪ জন আহত হন।

উখিয়ার পালংখালী বিওপির বিজিবির নায়েক সুবেদার মজিবুর রহমান বাদী হয়ে শুক্রবার রাতে হামলাকারীদের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করেন। সরকারি দায়িত্বরত বিজিবির সদস্যদের লক্ষ্য করে হামলা ও ইয়াবা পাচার ঘটনায় রুজুকৃত মামলায় ৩৫ জন আসামির কাউকে আটক করা যায়নি।

উখিয়া থানার ওসি মো. আবুল খায়ের বলেন, মামলাগুলো গুরুত্বসহকারে নিয়ে আসামিদের গ্রেফতারের জন্য একাধিক অফিসার নিযুক্ত করা হয়েছে। এমনিতে ইয়াবা পাচার গুরুতর অপরাধ, তার ওপর ইয়াবাবিরোধী অভিযানের সময় সরকারি কর্চারীদের ওপর হামলা করে তাদের আহত করা আরো অপরাধ বিধায় বিষয়টি সহজে নেওয়া হবে না বলে ওসি জানান।

কক্সবাজার-৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আলী হায়দার আহমেদ আজাদ জানান, বিজিবির সদস্যরা সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযানে যান। নলবনিয়া এলাকায় পৌঁছামাত্রই কিছু বুঝে ওঠার আগেই চিহ্নিত সন্ত্রাসী ও ইয়াবা পাচারকারীর নেতৃত্বে তার দলবল অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা রামদা, কিরিচ, লোহার রড, লাঠিসোঁটা নিয়ে এই হামলা চালায় বলে বিজিবির ওই কর্মকর্তা জানান।

এনআই