
হবিগঞ্জ সদর উপজেলার গোপায়ায় পানিতে ডুবে সাদিক মিয়া (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত সাদিক মিয়া ওই গ্রামের ফরিদ মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বেলা ১২টার দিকে খেলাধুলার এক পর্যায়ে সাদিক বাড়ির পাশের একটি পুকুরে পড়ে যায়। অনেকক্ষণ পর তাকে না দেখে পরিবারের লোকজন খুঁজতে থাকেন। এক পর্যায়ে পানিতে তার নিথর দেহ ভেসে ওঠতে দেখে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসেন। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক মুখলেছুর রহমান তাকে মৃত ঘোষণা করেন।
কেএসটি