• ঢাকা
  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২০, ২০১৯, ১১:৪২ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ২০, ২০১৯, ১১:৪৮ এএম

রাজধানীতে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নারী নিহত

রাজধানীতে ছেলেধরা সন্দেহে গণপিটুনিতে নারী নিহত
প্রতীকী ছবি

রাজধানীর উত্তর বাড্ডায় ছেলেধরা সন্দেহে এক নারীকে পিটিয়ে হত্যা করেছে বিক্ষুব্ধ জনতা। শনিবার (২০ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে উত্তর বাড্ডার কাঁচাবাজারের সড়কে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বাড্ডা থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, ছেলেধরা সন্দেহে এক নারী গণপিটুনির শিকার হয়েছেন। খবর পাওয়া মাত্রই পুলিশ গিয়ে ওই নারীকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, উত্তর বাড্ডায় সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি মাদ্রাসা পাশাপাশি অবস্থিত। সেখানে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ৩ জন বোরকা পরিহিত নারী যান। তারা স্কুলের ভেতরে প্রবেশের চেষ্টা করেন। বাধার মুখে দু’জন পালিয়ে গেলেও একজন ধরা পড়েন এবং গণপিটুনির শিকার হন।

এইচ এম/একেএস

আরও পড়ুন