
আধা ঘণ্টার সফল অস্ত্রোপচারের মাধ্যমে পরপর তিনটি পুত্রসন্তান জন্ম দিলেন সুমাইয়া নামের এক প্রসূতি।
রোববার (২১ জুলাই) বিকেল ৪টা ৪০ মিনিটের সময় যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া জোহরা ক্লিনিকে তিনি এই তিন সন্তানের জন্ম দেন। সুমাইয়া খাতুন উপজেলার বসতপুর গ্রামের জিয়ারুল ইসলামের স্ত্রী।
সুমাইয়ার স্বামী ও জোহরা ক্লিনিকে কর্তব্যরত ডাক্তার হাবিবুর রহমান জানান, প্রসূতি মা এবং তিনটি বাচ্চা সবাই সুস্থ আছে।
এদিকে একসাথে তিনটি পুত্রসন্তান জন্ম দেয়ায় এলাকার উৎসুক মানুষজন বাচ্চাগুলোকে একনজর দেখার জন্য ক্লিনিকে ভিড় করছে বলে জানা যায়।
এনআই