
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার চলবলা ইউনিয়নের নিথক গ্রামে দীপা রানি (২৬) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ জুলাই) সকালে নিজ বাড়ি থেকে তার ঝুলান্ত লাশ উদ্ধার করে পুলিশ। তিনি ওই গ্রামের কসাই প্রকাশ চন্দ্রের স্ত্রী ও পার্শ্ববর্তী গোড়ল ইউনিয়নের কমলাটারী গ্রামের কুকিলেশ্বর বর্মণের মেয়ে বলে জানা গেছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত কয়েক বছর আগে প্রেম করে বিয়ে হয় দীপা ও প্রকাশ চন্দ্রের। এরই মধ্যে দীপা এক সন্তানের জননী হলেও বাবার পরিবার তার এ বিয়ে মেনে নেয়নি। বেশ কয়েক দিন ধরে দীপা ও প্রকাশের বনিবনা হচ্ছিল না। প্রায় সময় প্রকাশ স্ত্রী দীপাকে প্রহার করতেন।
মঙ্গলবার সকালে তাদের বাড়ির কোনো সাড়াশব্দ না পেয়ে এলাকাবাসী দীপার ঘরে তাকে বিছানায় হাঁটু গাড়া ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। ঘটনার পর থেকে দীপার স্বামী প্রকাশ পলাতক। এলাকাবাসীর ধারণা, দীপাকে হত্যা করে গলায় রশি দিয়ে ঝুলিয়ে রেখে পালিয়েছে স্বামী প্রকাশ।
কালীগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে এটা হত্যা নাকি আত্মহত্যা। তবে নিহত গৃহবধূর স্বামীকে আটক করতে অভিযান পরিচালনা করা হচ্ছে।
এনআই