
নেত্রকোনা সরকারি কলেজের অনার্স পরীক্ষার্থী পিয়াসা আক্তার (২৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় নেত্রকোনা পৌর শহরের কুরপাড় এলাকায় পিয়াসার ভাশুর সিদ্দিকুর রহমানের দোতলা বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আলীপুর গ্রামের আপেল মিয়ার অন্তঃসত্ত্বা স্ত্রী পিয়াসা ওই বাসায় এক সপ্তাহ আগে এসেছিলেন অনার্স প্রথম বর্ষের পরীক্ষা দেয়ার উদ্দেশ্যে।
এসব তথ্য নিশ্চিত করে নেত্রকোনা মডেল থানার ওসি মো. তাজুল ইসলাম জানান, তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেয়া হবে।
এনআই