• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ৩, ২০১৯, ০৩:২৫ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ৩, ২০১৯, ০৩:২৫ পিএম

ছত্তিসগড়ে সেনা-মাওবাদী বন্দুকযুদ্ধ নিহত ৭, অস্ত্র উদ্ধার

ছত্তিসগড়ে সেনা-মাওবাদী বন্দুকযুদ্ধ নিহত ৭, অস্ত্র উদ্ধার

মহারাষ্ট্র সীমান্তের নিকটবর্তী শেরপাড় ও সীতাগোটা এলাকার মধ্যবর্তী জঙ্গলে সকাল আটটার দিকে মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলি বিনিময় শুরু হয়। শনিবার (৩ আগস্ট) ভারতের ছত্তিসগড়ের রাজনন্দগাঁও এর ঘটনাস্থল থেকে একটি এ কে ৪৭-সহ একটি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় সময় সকাল আটটা থেকে চলছিল গুলি বিনিময়, মহারাষ্ট্রের সীমান্তের নিকটে, শেরপাড় ও সীতাগোতার জঙ্গলে। উদ্ধার হওয়া অস্ত্রগুলোর মধ্যে  এ কে ৪৭ প্রবীণ ক্যাডারদের উপস্থিতিকে নির্দেশ করে।

চলতি সপ্তাহের শুরুতে, ছত্তিশগড়ের বাস্তার জেলায় আরেকটি এনকাউন্টারে তিন নারীসহ সাত মাওবাদী মারা গিয়েছিলেন। সূত্র জানিয়েছিল যে, মাওবাদীরা জঙ্গলে ঘাঁটি স্থাপন করেছিল এবং দ্রুত সরে যাবে বলে মনে হয়েছিল। এমন একটি অঞ্চলে তাদের কর্তৃত্ব পুনরায় প্রতিষ্ঠা চেষ্টা হয়েছিল, যে এলাকাটি বারবার বেদখল হয়।

এসকে

আরও পড়ুন