
যুক্তরাজ্য সফররত প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ডেঙ্গু মোকাবেলায় টেলিফোনে নির্দেশনা দিচ্ছেন। একই সঙ্গে তিনি এই সংকট সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষসমূহে দেশের মানুষকে সম্পৃক্ত করার নির্দেশ দিয়েছেন।
গতকাল লন্ডনে যুক্তরাজ্য আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে এক স্মরণ সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, আমি লন্ডন বা যেখানেই থাকি না কেন প্রতি মুহূর্তে দেশের সাথে যোগাযোগ রাখি, রাখছি। সব সময় দেশের সমস্যা সংকটে আমি সর্বোচ্চ খেয়াল রাখি।
প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নে সুদূরপ্রসারী পরিকল্পনা নিয়েছি। দুই হাজার একুশ সাল পর্যন্ত আমরা পরিকল্পনা করেছি। জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবেলা করে কিভাবে উন্নয়নের মহাসড়কে দেশ এগিয়ে যাবে,তার পরিকল্পনা নিয়েছি। যুগের পর যুগ প্রজন্মের পর প্রজন্ম যেন একটি সুখী সুন্দর বাংলাদেশ পায় সেটাই আমার লক্ষ।
শনিবার বিকেলে কেন্দ্রীয় লন্ডনের সেন্ট্রাল হলে যুক্তরাজ্য আওয়ামীলীগের এ সভা অনুষ্ঠিত হয়। হলটিতে দেড় হাজারের বেশি মানুষের ধারণক্ষমতা থাকলেও বেলা তিনটায় সভা শুরুর পর বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মীকে বাইরে অপেক্ষমান দেখা গেছে।
যুক্তরাজ্য আওয়ামী লীগ সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুকের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ থেকে আগত অন্তত পাঁচজন সংসদ সদস্য ও ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামীলীগ নেতৃবৃন্দ,যুক্তরাজ্য আওয়ামীলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেন। এবারের সফরে এটিই প্রথমবারের মত কোন দলীয় সভা যেখানে প্রধানমন্ত্রী অংশ নিলেন।
আরআই