
নগরীর সদরঘাট থানার মাঝিরঘাটে দুটি রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার আগে মঙ্গলবার (৬ আগস্ট) রাতে মাঝিরঘাটে নৌ পুলিশ ফাঁড়ির পাশে একটি গুদামে আগুন লাগে। কয়েক ঘণ্টার ব্যবধানে একই এলাকায় পর পর দুইবার আগুন লাগে রাসায়নিক গুদামে। আগুনে ২৫০ বস্তা সোডিয়াম দ্রব্য নষ্ট হয়েছে। ক্ষয়ক্ষতি হয়েছে আনুমানিক ৫০ হাজার টাকার মালামাল।
বুধবার (৭ আগস্ট) সকাল ৯টা ৩৫ এর দিকে গুদাম দুটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুই স্টেশনের পাঁচটি গাড়ি ১১টা ১০ এ আগুন নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রামের ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসিম উদ্দিন বলেন, ‘নারিকেলতলায় ডায়মন্ড সিমেন্টের অফিসের পাশে দুটি গুদামে সকাল নয়টা পঁয়ত্রিশের দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুই স্টেশনের পাঁচটি গাড়ি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ফয়জুর রহমান ফারুকী বলেন, ‘নয় ঘণ্টার ব্যবধানে তিনটি গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে এনেছে। আগুনে কেউ হতাহত না হলেও প্রায় ৫০ হাজার টাকার মালামাল পুড়ে গেছে। এবং ২৫০ বস্তা সোডিয়াম দ্রব্য নষ্ট হয়েছে।
কেএসটি