
যুবলীগের ৭ম কংগ্রেস উপলক্ষে প্রস্তুত কমিটির আহবায়ক হিসেবে প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি চয়ন ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়া সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে সংগঠনের সাধারণ সম্পাদক হারুনুর রশিদকে।
রোববার (২০ অক্টোবর) প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এর আগে যুবলীগ সভাপতি ওমর ফারুক চৌধুরীকে অব্যাহতি দেয়া হয়েছে।
নাম প্রকাশে অনিচ্চুক এক যুবলীগ নেতা জানান, নতুন কমিটির ক্ষেত্রে বয়সসীমা ৫৫ নির্ধারণ করা হয়েছে।
যুবলীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক হওয়ার পর প্রতিক্রিয়ায় সংগঠনের সভাপতিমন্ডলীর সদস্য চয়ন ইসলাম বলেছেন, অল্প সময়ে পাওয়া এই দায়িত্বে সবার আগে একটা ভালো সম্মেলন করতে চাই এবং যুবলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন যতটা হয়েছে তা পুনরুদ্ধারে কাজ করতে চাই।
এর আগে ক্যাসিনো ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল হোসেন সম্রাট,সাংগঠনিক সম্পাদক খালেদা মাহমুদ ভূইয়া ও যুবলীগ নেতা জি কে শামীমকে দল থেকে বহিষ্কার করা হয়।
জেডএইচ/বিএস