দিনভর চেষ্টা করেও উদ্ধার করা সম্ভব হয়নি পাবনার চরকোমরপুরে পদ্মা নদীর ক্যানেলে আটকে পড়া কুমিরটিকে।
সোমবার (১৭ ডিসেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত কয়েক দফা জাল ফেলে কুমিরটিকে উদ্ধারের চেষ্টা করা হয়।
জানা গেছে, গেলো বর্ষার কোনো এক সময় পাবনা সদর উপজেলার চরকোমরপুরে পদ্মা নদীর ক্যানেলে আটকে পড়ে কুমিরটি। মাস খানেক আগে মাছ শিকারে গিয়ে কুমিরটিকে দেখতে পান স্থানীয় জেলেরা। দূর-দূরান্ত থেকে কুমিরটিতে দেখার এক নজর ভিড় জমায় উৎসুক মানুষ।
স্থানীয়দের দাবির মুখে কুমিরটিকে উদ্ধার করতে নামে পাবনার সামাজিক বন বিভাগ। বন কর্মকর্তা মাহবুবুর রহমান জানান, সকাল ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কয়েক দফায় জাল ফেলে কুমিরটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। সোমবার রাতে বৈঠক করে পরবর্তী করণীয় ঠিক করা হবে।
রাজশাহী বিভাগীয় কর্মকর্তা জিল্লুর রহমান, বন কর্মকর্তা মাহবুবুর রহমান, আইইউসিএন ঢাকার সিনিয়র প্রোগ্রাম অফিসার সারোয়ার আলমের সমন্বয়ে কুমির বিশেষজ্ঞ মোস্তাক আহমেদ ও আদনান আহমেদসহ ১২ সদস্যের একটি দল উদ্ধার অভিযানে নেমেছেন ।
টিএফ/এসএমএম