• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২০, ০৭:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ৮, ২০২০, ০৭:৩৫ পিএম

বাগেরহাটে আড়াই ঘণ্টার ব্যবধানে বৃদ্ধ দম্পতির মৃত্যু

বাগেরহাটে আড়াই ঘণ্টার ব্যবধানে বৃদ্ধ দম্পতির মৃত্যু

বাগেরহাটের মোড়েলগঞ্জে আড়াই ঘণ্টার ব্যবধানে এক বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) সকালে মোড়েলগঞ্জ পৌরসভার সেরেস্তাদার এলাকায় নিজ বাড়িতে প্রথমে স্ত্রী সিপ্রা রানী ভৌমিক (৭৫) এবং পরে স্বামী গীতা রঞ্জন ভৌমিক (৮৩) মারা যান।

ওই দম্পতির ছেলে কাপড় ব্যবসায়ী সুবল ভৌমিক জানান, বাবার ডায়বেটিক এবং মায়ের হার্টের সমস্যা ছাড়া দু’জনেই দীর্ঘদিন ধরে বার্ধ্যকজনিত নানা সমস্যা ছিল।

তিনি আরও জানান, সকাল পৌনে ৭টায় তার দিকে তার মা প্রথমে মারা যায়। এ সময় তাদের পরিবারের লোকজন কান্নাকাটি করতে থাকে। কান্নাকাটি করতে করতে সকাল ৯টার দিকে তার বাবাও মারা যান মৃত্যু হয়।

পরে স্বাস্থ্য বিভাগের অনুমতি সাপেক্ষে দুপুরে নিজেদের জায়গায় তার মা-বাবাকে সমাধি (মাটিচাপা) করে রাখা হয়েছে বলে জানান তিনি।

মোড়েলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি জানান, ওই বৃদ্ধ দম্পতির মৃত্যুর খবর শুনে ৭ সদস্যের একটি মেডিকেল টিম ওই বাড়িতে গিয়েছিল।

তারা ওই দম্পতির চিকিৎসার বিভিন্ন কাগজপত্র এবং ওষুধ পরীক্ষা-নিরীক্ষা করে নিশ্চিত হয়েছেন যে তারা করোনায় নয়, বার্ধক্যজনিত কারণেই মারা গেছেন। এর পরেও পরিবারের সদস্যদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।ইউএনবি।

এসএমএম