করোনাভাইরাস উপসর্গ জ্বর, সর্দিকাশি, শ্বাসকষ্টে শেরপুরে এক যুবকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) ভোর ৫টার দিকে শেরপুর জেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
শেরপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। জেলা স্বাস্থ্য বিভাগ ওই ব্যক্তির করোনা সংক্রমণ ছিল কিনা তা নিশ্চিত হতে পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করেছে।
এ ঘটনায় ওই মৃতব্যক্তির বাড়ীসহ আশপাশের ১৭ বাড়ি ‘লকডাউন’ ঘোষণা করা হয়েছে।
নমুনা পরীক্ষার ফলাফল না পাওয়া পর্যন্ত বাড়ীর অন্যান্য সদস্যদের ‘হোম কোয়ারেন্টাইনে’ থাকতে বলা হয়েছে।
ডা. মোবারক হোসেন জানান, শহরের চাপাতলি এলাকা থেকে মঙ্গলবার (১৪ এপ্রিল) রাতে ওই ব্যক্তির করোনা উপসর্গের বিষয়ে আশঙ্কা করে কয়েকজন ফোন করেন। আমরা তাকে জেলা হাসপাতালে আনার জন্য পরামর্শ দেই। কিন্তু বুধবার ভোরেই তীব্র শ্বাসকষ্টে ওই ব্যক্তির মৃত্যু হয়। পরে তার নমুনা সংগ্রহ করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
জেডএইচ/এসএমএম