কোভিড-১৯ এর প্রকোপ থেকে জনগণকে রক্ষা করতে নওগাঁ ও রংপুর জেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।
বুধবার (১৫ এপ্রিল) রংপুর জেলায় রাত ১০টা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ নির্দেশ বলবৎ থাকবে।
রংপুরের ডিসি আসি আহসান জানান, পার্শ্ববর্তী গাইবান্ধা, লালমনিরহাট, নীলফামারী ও দিনাজপুর জেলায় কোভিড-১৯ শনাক্ত হওয়ার প্রেক্ষিতে অতি সচেতনতার কারণে রংপুর জেলা লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বুধবার রাত ১০ টা থেকে রংপুর জেলার জনগণ ও যানবাহন অন্য জেলায় যাবে না এবং অন্য জেলার পার্শ্ববর্তী জেলা সমূহের কোন লোক এবং যানবাহন এই জেলায় ঢুকতে পারবে না। এই আদেশ বাস্তবায়নে রংপুর মেট্রোপলিটন পুলিশ এবং জেলা পুলিশ জেলার বিভিন্ন চেকপোস্টে নিয়ন্ত্রণ নিয়ে কাজ করবে।
বুধবার (১৫ এপ্রিল) দুপুরে জেলা প্রশাসক হারুন অর রশিদ এক গণবিজ্ঞপ্তি জারি করে লক ডাউনের ঘোষণা দেন। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত জেলাটি অবরুদ্ধ থাকবে বলে জানান তিনি।
জেলা প্রশাসক জানান, জরুরি পরিষেবা যেমন- চিকিৎসা, খাদ্যদ্রব্য সরবরাহ ইত্যাদি এর আওতাবহির্ভূত থাকবে। বেসামরিক প্রশাসন, সশস্ত্র বাহিনী ও বাংলাদেশ পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলাবাহিনী স্থানীয় জন প্রতিনিধিদের সমন্বয়ের মাধ্যমে সম্মিলিত দায়িত্ব পালন করবেন।
এসএমএম