• ঢাকা
  • সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২০, ১১:২৩ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৮, ২০২০, ১১:২৩ এএম

বরগুনায় আরো ৪ জন করোনা আক্রান্ত, মৃত ১

বরগুনায় আরো ৪ জন করোনা আক্রান্ত, মৃত ১
বরগুনা সিভিল সার্জেন কার্যালয়

বরগুনায় আরো ৪ জন করোনা ভাইাসে আক্রান্ত  হয়েছেন। এ ছাড়া আক্রান্ত এই ৪ জনের মধ্যে একজন মৃত্যুবরণ করেছেন। এ নিয়ে জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৯ জনে দাড়িয়েছে। আর মৃত্যের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ২ জনে। 

এদিকে প্রতিনিয়ত জেলায় করোনা ভাইরাসে সংক্রমিত ব্যক্তির সংখ্যা বৃদ্ধি পাওয়ায় শনিবার (১৮ এপ্রিল) দুপুর ১২ টা থেকে পুরো জেলা লকডাউনের ঘোষনা দিয়েছেন জেলা প্রশাসন। 
বরগুনার সিভিল সার্জন ডাঃ হুমায়ূন হাসান শাহিন খান জানান, নতুন যে চারজন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে সদর উপজেলায় দুজন, বামনা উপজেলায় একজন এবং বেতাগী উপজেলায় একজন রয়েছেন। এছাড়াও বরগুনা সদর উপজেলায় যে দুজন আক্রান্ত হয়েছেন তাদের মধ্যে একজন বরগুনা পৌরসভার বাসিন্দা। 

ভাইরাসটিতে আক্রান্ত হয়ে শুক্রবার যিনি মৃত্যুবরণ করেছেন, তার মৃত্যু হয়েছে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে। আক্রান্ত  ব্যক্তিদের সংস্পর্শে যারা ছিলেন তাদেরকে খুঁজে বের করার কাজ করছে জেলা প্রশাসন।

এনএমএইচ/এসকে