চট্টগ্রামে সিআরবিতে অযথা ঘোরাঘুরি ও আড্ডারত একদল কিশোর ও তরুণকে ব্যতিক্রমী সাজা দিয়েছে পুলিশ। মামলা-জরিমানা কিংবা শারিরিক শাস্তি নয়, তাদের সাদা হিসেবে কাগজে ৫০০ বার লিখতে হয়েছে, ‘বাইরে বের হওয়ায় আমরা দুঃখিত’। ৩০ কিশোর ও যুবককে অভিনব এ সাজা দেয়ার পর সর্তক করে ছেড়ে দিয়েছে পুলিশ।
সোমবার (২০ এপ্রিল) বিকালে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম মহানগর পুলিশের কোতোয়ালী জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) নোবেল চাকমা বলেন, আড্ডা দেয়া ও ঘোরাঘোরি করা এ কিশোর ও তরুণরা ঘরের বাইরে আসার উপযুক্ত কারণ দেখাতে পারেননি। তাই তাদের কাগজ-কলম দিয়ে তাতে ৫০০ বার লিখতে বলা হয়েছে, ‘বাইরে বের হওয়ায় আমরা দুঃখিত’। আর যারা লিখতে জানেন না তাদের মুখে এক হাজারবার বাক্যটি বলতে বলা হয়।
গত ২৫ মার্চ থেকে করোনাভাইরাস মোকাবেলায় সরকারের নির্দেশে মাঠে আছে সিএমপি। সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি তারা ত্রাণ সহায়তাসহ নানা মানবিক কর্মকাণ্ড বাস্তবায়নে কাজ করছে।
এসএমএম