• ঢাকা
  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২২, ২০২০, ০৪:৩৬ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২২, ২০২০, ০৪:৩৬ পিএম

কোভিড-১৯

উপকূলীয় এলাকায় মাস্ক বিতরণ করেছে কোস্টগার্ড

উপকূলীয় এলাকায় মাস্ক বিতরণ করেছে কোস্টগার্ড
এক বৃদ্ধের হাতে মাস্ক তুলে দিচ্ছেন কোস্টগার্ডের এক সদস্য ● নাহিদ এম হোসেন লিটু

কোভিড-১৯ এর প্রাদুর্ভাব রোধে বরগুনার পাথরঘাটা উপকূলীয় এলাকায় মাস্ক বিতরণ করেছে বিসিজি স্টেশন কোস্টগার্ড পাথরঘাটা। এ সময় তারা সাধারণ মানুষ এবং জেলেদের সাথে স্বাস্থ্য বিষয়ক প্রচারণা ও কাউন্সেলিং এর অংশ নেন।

বুধবার (২২ এপ্রিল) সকাল থেকে উপজেলার চরাঞ্চল ও বেড়িবাঁধ এলাকার জেলে ও অসহায়-দুস্থ মানুষের মাঝে ঘুরে ঘুরে প্রায় এক হাজার মাস্ক বিতরণ করেন তারা।

দক্ষিণ স্টেশন কোস্টগার্ডের ভারপ্রাপ্ত কমান্ডার বেলায়েত হোসেন দৈনিক জাগরণকে জানান, কোভিডের প্রাদুর্ভাব ঠেকাতে উপকূলীয় এলাকায় তারা নিরলস শ্রম দিয়ে যাচ্ছেন। শুরু থেকেই নৌপথে টহল জোরদার করা হয়েছে। হতদরিদ্র ও অসহায় মানুষের পাশে খাদ্য সামগ্রী বিতরণসহ নানা কার্যক্রম পরিচালনা করছেন তারা। এমনকি সামনের দিনগুলোতেও তারা অসহায় মানুষের পাশে থেকে সেই কাজ অব্যাহত রাখবেন বলে আশ্বাস দেন তিনি। 

এসএমএম

আরও পড়ুন