• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২০, ০৪:৫৩ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৭, ২০২০, ০৪:৫৩ পিএম

হরিণাকুণ্ডুতে প্রথম করোনা রোগী শনাক্ত

হরিণাকুণ্ডুতে প্রথম করোনা রোগী শনাক্ত

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে এক যুবকের (১৯) শরীরে করোনাভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে। এটিই এই উপজেলায় করোনায় প্রথম আক্রান্ত হওয়ার ঘটনা। 

সোমবার (২৭ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জামিনুর রশিদ। 

তিনি জানান, এই প্রথম উপজেলাতে করোনা পজেটিভের তথ্য পাওয়া গেল। 

গত ২৩ এপ্রিল স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তার নমুনা সংগ্রহ করে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার জন্য পাঠানো হয়েছিল। সোমবার সকালে তার পজেটিভ রিপোর্ট পাওয়া যায় বলেও তিনি জানান। 

স্থানীয়রা জানান, আক্রান্ত যুবক গাজীপুরে গার্মেন্টে কর্মীর কাজ করতেন। গত ২২ এপ্রিল তিনি বাড়িতে আসেন। পরে তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে পরীক্ষার জন্য তার নমুনা সংগ্রহ করে যশোর পাঠানো হয়। 

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সৈয়দা নাফিস সুলতানা জানান, গাজীপুরফেরত ওই যুবকের দেহে করোনার সংক্রমণ পাওয়া গিয়েছে। বাড়িটিকে লকডাউনের প্রস্তুতি চলছে।

এসএমএম

আরও পড়ুন