দেশে করোনাভাইরাসে আক্রান্ত চিকিৎসকের সংখ্যা বেড়ে ৫৪০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ ডক্টরস ফাউন্ডেশন (বিডিএফ)।
শনিবার (২ মে) সংগঠনটি বলছে সকাল আটটা পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন মোট ৫৪০ জন চিকিৎসক। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ জন।
তারা জানায়, ঢাকায় সর্বোচ্চ আক্রান্ত হয়েছেন ৩৮৭ জন চিকিৎসক। এর মধ্যে ২৩০ জন সরকারি, ১৩৬ জন বেসরকারি এবং ২১ জন অন্যান্য হাসপাতালের চিকিৎসক।
ময়মনসিংহে আক্রান্ত ৫৭ জনের মধ্যে ৫৫ জন সরকারি ও ২ জন বেসরকারি হাসপাতালের চিকিৎসক।
চট্টগ্রামে আক্রান্ত ১৪ জনের মধ্যে ১৩ জন সরকারি ও একজন বেসরকারি হাসপাতালের চিকিৎসক।
খুলনায় ২৯ জন, বরিশালে ১০ জন, সিলেটে ৬ জন, রংপুরে ৭ জন সরকারি হাসপাতালের চিকিৎসকসহ দেশের বিভিন্ন অঞ্চলে আরও ৩০ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন।
এসএমএম