• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: মে ৬, ২০২০, ০৪:৫৯ পিএম
সর্বশেষ আপডেট : মে ৬, ২০২০, ০৪:৫৯ পিএম

ঝড়ে কবলে মেঘনায় ট্রলারডুবি, ২ জনের মৃত্যু

ঝড়ে কবলে মেঘনায় ট্রলারডুবি, ২ জনের মৃত্যু

কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে বরিশালের হিজলা উপজেলার মেঘনা নদীতে ট্রলার ডুবে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন- আবদুর রব ব্যাপারী (৫৫) ও কাদের ব্যাপারী (২২)। 

বুধবার (৬ মে) সকাল সাড়ে ৭টায় উপজলোর মেমানিয়া ইউনিয়নে মেঘনা নদীর শাখা নদীতে এ দুর্ঘটনা ঘটে। দুপুর ১২টার দিকে ঘটনাস্থলের কাছাকাছি এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বরিশালের পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, হিজলার মেমানীয় এলাকার বাসিন্দা তারু সরদার নিজ ক্ষেতে থাকা সয়াবিন তোলার জন্য সকাল ৭টার দিকে ভাড়া করা শ্রমিকদের নিয়ে ট্রলা করে চরের উদ্দেশে রওয়ানা হন। পথিমধ্যে ঝড় শুরু হলে ওই ট্রলারটি মাঝ নদীতে ১১ জন যাত্রীসহ ডুবে যায়। দু’জন ছাড়া বাকিরা সবাই সাঁতরে তীরে ওঠতে সক্ষম হন। 

দুপুর ১২টার দিকে নিখোঁজ দু’জনের মৃতদেহ ভেসে উঠলে এলকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ তাদের মরদেহ উদ্ধার করেছে। 

এসএমএম

আরও পড়ুন