সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে জ্বর, সর্দি ও শ্বাসকষ্ট নিয়ে দুজনের মৃত্যু হয়েছে।
তারা হলেন- নগরীর দাড়িয়াপাড়ার বাসিন্দা এক নারী (৩০) ও বিশ্বনাথ উপজেলার এক পুরুষ (৫৩)।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানান, ওই নারী যক্ষ্মা ও লিভারের অসুখে আক্রান্ত ছিলেন। তিনি জ্বর ও সর্দি নিয়ে শুক্রবার (৮ মে) বেলা ১১ টার দিকে হাসপাতালে ভর্তি হন। তার তিন ঘণ্টা পরেই তিনি মারা যান।
মৃত পুরুষ ব্যক্তি সম্পর্কে ডা. সুশান্ত জানান, তিনি হৃৎরোগে ভুগছিলেন। বৃহস্পতিবার (৭ মে) তিনি শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হন।
ডা. সুশান্ত আরও বলেন, যেহেতু ওই নারীর মধ্যে করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার মতো লক্ষণ ও উপসর্গ ছিল তাই তার নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হবে। তবে বিশ্বনাথের ব্যক্তির জ্বর ও সর্দির মতো কোনও সমস্যা না থাকায় তার নমুনা সংগ্রহ করা হবে না।
এসএমএম