গাজীপুর সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলীর মরদেহ মঙ্গলবার (১২ মে) রাজধানীর তুরাগ থানার বেড়িবাঁধ এলাকা থেকে উদ্ধার করা হয়েছে।
নিহত দেলোয়ার হোসেন কোনাবাড়ী এলাকার দায়িত্বে ছিলেন।
গাজীপুর সিটি করপোরেশনের প্রধান হিসাব কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, ভোরে দেলোয়ার হোসেনের মরদেহ রাজধানীর তুরাগ থানার বেড়িবাঁধ এলাকা থেকে উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, সোমবার (১১ মে) সকালে তিনি ঢাকার বাসা থেকে গাজীপুরে এসে অফিস করার উদ্দেশে বের হন। বাসা থেকে বের হওয়ার পর থেকেই তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।
নির্বাহী প্রকৌশলীর মরদেহ উদ্ধারের বিষয়ে জানতে চাইলে তুরাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল মোতাকীন বলেন, ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে এবং তার শরীরের পেছনের দিকে আঘাতের চিহ্ন রয়েছে।
এসএমএম