আসন্ন ঈদুল ফিতর পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে রাজশাহীর সব মার্কেট।
ব্যবসায়ী, প্রশাসন, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের যৌথ সভা শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়।
শুক্রবার (১৫ মে) রাজশাহী সিটি করপোরেশনের মেয়রের কার্যালয়ে তিন দফা বৈঠক শেষে এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় ঘোষণা হয়, করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে শনিবার (১৬ মে) সকাল থেকে ঈদ পর্যন্ত কাটাখালী থেকে হড়গ্রাম বাজার পর্যন্ত সিটি করপোরেশন এলাকায় খাদ্য, জরুরি পণ্যের দোকান ছাড়া সব ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
এসএমএম