• ঢাকা
  • সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১
প্রকাশিত: মার্চ ২০, ২০২১, ০৫:১১ পিএম
সর্বশেষ আপডেট : মার্চ ২০, ২০২১, ০৫:১৪ পিএম

রাতের আঁধারে হিন্দু বাড়িতে মুসলিম জামাতের চিঠি

রাতের আঁধারে হিন্দু বাড়িতে মুসলিম জামাতের চিঠি

মাগুরার শ্রীপুর উপজেলার চরগোয়ালদাহ ও মালাইনগর গ্রামে শুক্রবার (১৯ মার্চ) রাতে অর্ধশতাধিক হিন্দু বাড়িতে ইসলাম ধর্ম গ্রহণের আহ্বান জানিয়ে চিঠি দিয়েছে অজ্ঞাতনামা ব্যক্তিরা। রাতের আঁধারে পরিচয় গোপন রেখে এ ধরনের চিঠির ঘটনায় ওই এলাকায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

শনিবার (২০ মার্চ) সকালে মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিন কবির ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ। 

আটক ব্যক্তিরা হচ্ছেন চৌগাছি গ্রামের মঞ্জু বিশ্বাসের ছেলে ইউসুফ (৩৫), মহেশপুর গ্রামের ইয়াকুব মোল্যার ছেলে কুরবান (৩২) ও সাচিলাপুর গ্রামের আলীমুদ্দীনের ছেলে হাবিবুর রহমান (৪০)। 

চরমালাইনগর গ্রামের দীপ্ত বালা জানান, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার পর মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি বিভিন্ন বাড়িতে গিয়ে এসব চিঠি দিয়ে যান। 

চিঠিতে মুসলিম জামাতের পক্ষ থেকে হিন্দু সম্প্রদায়ের ওই সব ব্যক্তিকে ইসলামের দাওয়াত সংবলিত বিভিন্ন কথা উল্লেখ্যের সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণের আহ্বান জানানো হয়েছে। এ ঘটনায় ওই এলাকায় বসবাসকারী হিন্দু সম্প্রদায়ের মধ্যে এখন উদ্বেগ, উৎকণ্ঠা ও আতঙ্ক বিরাজ করছে। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমদ মাসুদ জানান, বিষয়টি জানার পর পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সংখ্যালঘু সম্প্রদায়কে সব ধরনের নিরাপত্তায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এদিকে শনিবার দুপুরে ঘটনাস্থল পরিদর্শন শেষে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিন কবীর জানান, প্রাথমিক দৃষ্টিতে চিঠিতে কোনো হুমকি না থাকলেও রাতের আঁধারে নিজেদের নাম-পরিচয় গোপন করে কেন হিন্দু সম্প্রদায়ের বাড়িতে এ ধরনের চিঠি দেওয়া হলো, তা গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় ওই এলাকায় কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয় তার জন্য প্রশাসন সজাগ রয়েছে।