• ঢাকা
  • মঙ্গলবার, ০৮ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২, ২০২১, ০৮:৩৬ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২, ২০২১, ০৮:৩৬ পিএম

বঙ্গবন্ধু সাফারি পার্কসহ বন্ধ অন্যান্য বিনোদন কেন্দ্র 

বঙ্গবন্ধু সাফারি পার্কসহ বন্ধ অন্যান্য বিনোদন কেন্দ্র 

করোনাভাইরাসের সংক্রমণ রোধে শ্রীপুরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক দুই সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেছে পার্ক। সঙ্গে ভাওয়াল জাতীয় উদ্যানসহ অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোও বন্ধ ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (২ এপ্রিল) সন্ধ্যায় পার্ক বন্ধের বিষয়টি নিশ্চিত করেন সাফারি পার্কের প্রকল্প পরিচালক মো. জাহিদুল কবির।

মো. জাহিদুল কবির বলেন, সার্বিক করোনা পরিস্থিতি বিবেচনায় ৩ এপ্রিল (শনিবার) থেকে আগামী ১৪দিন  সাফারি পার্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ রোধে পার্কের কর্মকর্তা-কর্মচারী, বন্যপ্রাণী, পার্কে আসা দর্শনার্থী ও কোভিড-১৯ নিয়ন্ত্রণে রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তীতে কোভিড-১৯ এর সংক্রমণ পরিস্থিতির উন্নতি না হলে বন্ধের সময়সীমা আরও বাড়ানো হতে পারে। এসময় সাফারি পার্ক ছাড়াও বনবিভাগের অন্যান্য বিনোদন কেন্দ্রগুলোও বন্ধ থাকবে।

২০২০ সালের ২০মার্চ করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য পার্কটি বন্ধ ঘোষণা করেছিল। পরবর্তীতে করোনা পরিস্থিতি বিবেচনায় গত বছরের ১ নভেম্বর পার্কটি দর্শনার্থীদের জন্য খুলে দেয় কর্তৃপক্ষ।

এদিকে গাজীপুর জেলা প্রশাসক এসএম তরিকুল ইসলাম বলেছেন, করোনা ভাইরাস প্রতিরোধে ইতিমধ্যেই জেলার সকল বিনোদন কেন্দ্র বন্ধ রাখার জন্য সংশ্লিষ্ট সবাইকে বলা হয়েছে।