• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২১, ০৯:১১ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১১, ২০২১, ০৯:১১ এএম

ক্ষমা চাইলেন পাখির ছানা পুড়িয়ে মারা সেই ব্যক্তি

ক্ষমা চাইলেন পাখির ছানা পুড়িয়ে মারা সেই ব্যক্তি

ঝালকাঠির নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ঈশ্বরকাঠী গ্রামে ৩৩ বাবুই পাখির ছানা পুড়িয়ে দেওয়ার ঘটনায় ক্ষমা চাইলেন জালাল সিকদার (৬০)। বাবুই পাখির ছানাগুলো মেরে ফেলার দায় স্বীকার করে সকলের কাছে ক্ষমা চান তিনি।

শনিবার (১০ এপ্রিল) রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে ক্ষমা চান জালাল সিকদার।

এ সময় জালাল সিকদার বলেন, “বাবুই পাখির বাচ্চা মেরে ফেলা যে আইনগত অপরাধ, তা আমি জানতাম না। এমন অপরাধ আর জীবনে কখনো করবো না।”

এর আগে ক্ষেতের ধান খাওয়ায় অমানবিকভাবে বাবুই পাখির ছানা পুড়িয়ে মারার অভিযোগ ওঠে দিনমজুর জালাল সিকদারের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে ওই এলাকার সিদ্দিক মার্কেটের সামনের তাল গাছে থাকা বাবুই পাখির বাসায় আগুন জ্বালিয়ে পুড়িয়ে মারেন ৩৩টি বাবুই ছানা। শনিবার (১০ এপ্রিল) জেলা বন বিভাগে লিখিতভাবে অভিযোগ জানান এলাকাবাসী। 

বিষয়টি জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার রুম্পা সিকদার অভিযুক্ত জালাল সিকদারকে তার কার্যালয়ে ডেকে আনেন।

আরও পড়ুন