• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৫, ২০২১, ০৩:৫৯ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৫, ২০২১, ০৩:৫৯ পিএম

স্বাস্থ্যবিধি না মানায় ৫০ জনকে জরিমানা

স্বাস্থ্যবিধি না মানায় ৫০ জনকে জরিমানা

ঝালকাঠিতে স্বাস্থ্যবিধি না মানায় ৫০ জনকে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সরকার ঘোষিত লকডাউনের দ্বিতীয় দিনে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আহমেদ হাছান। তিনি জানান, লকডাউনের দ্বিতীয় দিনে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মাস্ক না পরায় এবং স্বাস্থ্যবিধি না মানায় ৫০ জনকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকারের জারি করা লকডাউনের মধ্যেই ঝালকাঠির বাজার ও রাস্তাঘাটে সাধারণ মানুষের ভিড় জমেছে। স্বাস্থ্যবিধি না মেনেই ঘর থেকে বের হচ্ছেন অনেকে। এমতাবস্থায় নজরদারি কড়াকড়ি করেছে জেলা প্রশাসন ও পুলিশ সদস্যরা। শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে পরীক্ষা করা হচ্ছে মুভমেন্ট পাস। কারো কাছে মুভমেন্ট পাস না থাকলে বা কারো প্রয়োজন জরুরি না হলে তাকে বাড়িতে ফেরত পাঠানো হচ্ছে।