• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১৬, ২০২১, ০৮:৩৯ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১৬, ২০২১, ০৮:৩৯ পিএম

পর্নো ভিডিও সরবরাহের দায়ে ৫ জন গ্রেপ্তার

পর্নো ভিডিও সরবরাহের দায়ে ৫ জন গ্রেপ্তার

নাটোরে পর্নো ভিডিও সংরক্ষণ ও অর্থের বিনিময়ে সরবরাহের দায়ে ৫ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

শুক্রবার (১৬ এপ্রিল) সকালে গ্রেপ্তার ব্যক্তিদের নাটোর থানায় হস্তান্তর করা হয় এবং মামলা করা হয়েছে। 

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- মো. সুজন হোসেন (৩১), আনোয়ার হোসেন (৩৩), লিটন হোসেন (২৭),  আরিফুল ইসলাম (২৩) এবং সুমন আলী বাবু (২৮)।

র‌্যাব-৫ রাজশাহী সিপিসি-২ নাটোর ক্যাম্পের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন জানান, নাটোর সদর উপজেলার একডালা এলাকায় কয়েকটি টেলিকম ব্যবসা প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে পর্নো ভিডিও সংরক্ষণ করে এলাকার যুব সমাজের কাছে অর্থের বিনিময়ে সরবরাহ করে আসছিল এই চক্র। বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এ সময় কম্পিউটারের ৫টি সিপিইউ এবং ১১টি হার্ডডিস্ক উদ্ধার করা হয়েছে।

নাটোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর আলম জানান, তাদের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২ এর ৮(৩)/ ৮(৫) ধারায় মামলা করা হয়েছে।