• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২১, ০৩:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২১, ২০২১, ০৩:৪৫ পিএম

প্রধানমন্ত্রীর উপহারে ঘর পাচ্ছেন ভূমিহীনরা

প্রধানমন্ত্রীর উপহারে ঘর পাচ্ছেন ভূমিহীনরা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে দেয়া ঘর পেয়ে নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার ভূমিহীন ও গৃহহীন ৮৪৩টি পরিবারের মিটছে আবাসন সংকট।  

মুজিব বর্ষ উপলক্ষে ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ প্রতিপাদ্যকে সামনে রেখে সরকারি খাস জমিসহ সম্প্রতি এসব ঘর দেয়া হচ্ছে। এগুলো দেয়া হচ্ছে দুটো ধাপে। প্রথম ধাপের ৪৪৩টি ঘর নির্মাণ কাজ শেষ হবার পর ঘরগুলোতে ইতিমধ্যে সুবিধাভোগী পরিবারসমূহ নিরাপদে বসবাস করছেন। সেমি পাকা এসব ঘরের প্রতিটিতে নির্মাণ ব্যয় হয়েছে এক লাখ ৭১ হাজার টাকা। 

এদিকে, দ্বিতীয় ধাপে বরাদ্দ করা ঘর নির্মাণ কাজ শুরু হয়েছে চলতি মাসের প্রথম সপ্তাহে। এসব ঘরের প্রতিটির ব্যয় ধরা হয়েছে এক লাখ ৯০ হাজার টাকা। এ ঘরগুলোর কাজ সম্পন্ন হবে ৩০ জুনের মধ্যে। প্রথম এবং দ্বিতীয় দুটো ধাপের ঘর একই আদলে নির্মিত হচ্ছে প্রধানমন্ত্রী কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায়। 

ঘরগুলো সেমি পাকা, সাড়ে ১৯ ফুট প্রস্থ আর ২২ফুট দৈর্ঘ্যের। প্রতিটি ঘরে রয়েছে দুটি শয়নকক্ষ, একটি রান্না ঘর, একটি টয়লেট ও সামনে বারান্দা।

বুধবার (২১ এপ্রিল) এসব তথ্য নিশ্চিত করে খালিয়াজুরী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজীব আহমেদ জানান, দুটো ধাপে বরাদ্দকৃত ঘরের মাঝে রয়েছে খালিয়াজুরী সদর ইউনিয়নের খালিয়াজুরী গ্রামে ২টি, মুজিব নগরে ৭৩টি, মুমিন নগরে ৩৬টি, আদাউড়ায় ২৬টি, যোগীমারায় ২৪টি, রোয়াইলে ৩৩টি, লক্ষ্মীপুরে ৬৭টি, চাকুয়া ইউনিয়নের হাতিলা ছমিরপুরে ৪৩টি, কৃষ্ণপুর ইউনিয়নের শ্যামপুরে ৩০টি, যাদবপুরে ৩১টি, জাহেরপুরে ১২৪টি, নগর ইউনিয়নের গন্ডামারায় ২৩টি, সগ্রাখাইয়ে ২৮টি, আদমপুরে ২৩টি, বল্লভপুরে ৪টি, মেন্দিপুর ইউনিয়নের রসুলপুরে ৪টি, নূরালীপুরে ৫৪টি ও আসাদপুরে ১টি, জগন্নাথপুরে ১৯টি, বীরবিল্লাহয় ১১টি ও গাজীপুর ইউনিয়নের বয়রা গ্রামে ১৮৭টি ঘর। 

খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ এইচ এম আরিফুল ইসলাম বলেন, “ভূমিহীন ও গৃহহীন অসহায় পরিবারগুলোর আবাসন সংকট নিরসনের লক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপহার হিসেবে খালিয়াজুরীতে ওই ঘরগুলোর বরাদ্দ দিয়েছেন। আমরা ঘরগুলো ভাল ভাবে নির্মাণের মাধ্যমে সুবিধাভোগীদের মাঝে বুঝিয়ে দিতে আপ্রাণ চেষ্টা করছি।”