কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেছেন, "হেফাজতের কাঁধে ভর করে জামায়াত-বিএনপি সরকারের পতন ঘটিয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে। কিন্তু তাদের সেই স্বপ্ন সফল হবে না। আমরা তাদের ষড়যন্ত্রকে রাজনৈতিকভাবে মোকাবিলা করছি।"
শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যাত্রাপাশা হাওরে বোরো ধান কাটা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, "দেশের জনগণের নিরাপত্তার স্বার্থে সরকার কঠোর অবস্থানে রয়েছে। এদেশের মাটি থেকে তাদেরকে নির্মুল করা হবে। যেভাবে যুদ্ধাপরাধীদের বিচার করা হচ্ছে, তাদের বিচারও এভাবেই হবে।"
সভা শেষে মন্ত্রী হারভেস্টারের মাধ্যমে হাওরের ধান কাটার অনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহির, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেসবাহুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আসাদুল্লাহ, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর চৌধুরীসহ অনেকে উপস্থিত ছিলেন।