করোনাকালে দেশে খাদ্য নিয়ে কোনো সংকট হবে না জানিয়ে কৃষিমন্ত্রী ড. মোঃ আব্দুর রাজ্জাক বলেন, "এবার হাওরে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। ধান ঠিকভাবে ঘরে তুলতে পারলে দেশে খাদ্য নিয়ে কোনো সংকট হবে না।"
শুক্রবার (২৩ এপ্রিল) দুপুরে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যাত্রাপাশা হাওরে বোরো ধান কাটা পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
কৃষকরা যেন নির্বিঘ্নে ধান কাটতে পারেন সরকার সেই ব্যবস্থা করছে জানিয়ে কৃষিমন্ত্রী বলেন, "সরকার শ্রমিক সংকট দূর করেছে। এই লকডাউন পরিস্থিতিতেও বাহিরের জেলা থেকে হাওর অঞ্চলে শ্রমিক আনার ব্যবস্থা করেছে। সারাদেশে কয়েক হাজার হারভেস্টার মেশিন বিতরণ করেছে।"
ধানের দাম নিয়ে কৃষকদের শঙ্কিত না হওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, "ধানের দাম নিয়ে আপনারা শঙ্কিত হবে না। কৃষকরা বাংলাদেশে প্রাণ, তারা যেন লাভবান হয় সেই জন্য গতবছর ধানের অনেক দাম ছিল। এ বছরও তাই হবে।"
"আমরা ধানের দাম নিয়ে বৈঠক করেছি। শিগগিই ধানের দাম চূড়ান্ত হবে। এছাড়া সরকারের পক্ষ থেকে সঠিক দাম দিয়ে ধান কেনার ব্যবস্থা রয়েছে।"