• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৪, ২০২১, ০৯:৩৩ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৪, ২০২১, ০৯:৩৩ পিএম

দুই হাজার পরিবার পেল প্রধানমন্ত্রীর ত্রাণ

দুই হাজার পরিবার পেল প্রধানমন্ত্রীর ত্রাণ

মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যাগে চলমান সংকটে কর্মহীন বিভিন্ন পেশার ক্ষতিগ্রস্ত ২ হাজার পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার বিতরণ করা হয়েছে।

শনিবার (২৪এপ্রিল) দুপুর ৩টায় জেলা স্টেডিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে ৫ শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।

এসময় উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র মোঃ ফজলুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) মল্লিকা দে, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানিয়া সুলতানা, উপজেলা নির্বাহি অফিসার শরিফুল ইসলামসহ জেলা প্রশাসকের কার্যালয় কর্মকর্তারা।

এছাড়া মৌলভীবাজার জেলায় করোনা মহামারীতে ক্ষতিগ্রস্ত ৬৭টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়নে ২ লাখ ৫০ হাজার টাকা এবং প্রতিটি পৌরসভায় ২ লাখ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে।

এদিকে প্রতিটি উপজেলায় ২০০টি করে ৭টি উপজেলায় আরও বিভিন্ন পেশার ক্ষতিগ্রস্ত ১৪০০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।

প্রধানমন্ত্রীর ত্রাণ উপহার সামগ্রী মধ্যে রয়েছে, ১০ কেজি চাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ২ কেজি পিয়াজ, ১ কেজি ডাল, ১কেজি লবণ ও ১কেজি ছোলা।