
পিস হিসেবে কিনে কেজি দরে তরমুজ বিক্রি করায় বরিশালে ১৪ ব্যবসায়ীকে জরিমানা করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৬ এপ্রিল) বিকেলে নগরীর পোর্ট রোড, ফলপট্টি, জেলখানার মোড়, নতুন বাজার, নথুল্লাবাদ বাসস্ট্যান্ড, চৌমাথা বাজার, বাংলাবাজার এলাকায় পৃথক অভিযান চালান নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল হাই ও রয়া ত্রিপুরা।
এ সময় বাজারে অবস্থানরত ক্রেতাদের অভিযোগ করেন, তরমুজ ব্যবসায়ীরা পিস হিসেবে আড়ত থেকে তরমুজ কিনে ক্রেতাদের কাছে কেজি হিসেবে তা অধিক মূল্যে বিক্রি করছেন।
অভিযোগের সত্যতা পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল হাই ৮ জন ব্যবসায়ীকে ৬ হাজার ৪০০ টাকা জরিমানা করেন।
অপর অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট রয়া ত্রিপুরা ৬ জন ব্যবসায়ীকে ৩ হাজার ৯০০ টাকা জরিমানা করেন।
অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবদুল হাই এবং এ রয়া ত্রিপুরা বলেন, "এটা ক্রেতাদের সঙ্গে চরম প্রতারণা। এই কারণে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।"