• ঢাকা
  • সোমবার, ০৭ এপ্রিল, ২০২৫, ২৪ চৈত্র ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২১, ০৩:৪৪ পিএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ২৭, ২০২১, ০৩:৪৪ পিএম

দরিদ্র কৃষকের জমির ধান কেটে দিল যুবলীগ

দরিদ্র কৃষকের জমির ধান কেটে দিল যুবলীগ

মাগুরায় করোনায় ধানকাটা শ্রমিকের অভাবে শঙ্কিত কৃষকের পাশে দাঁড়িয়েছে জেলা যুবলীগ। চলতি বোরো মৌসুমে সারাদেশে ধান কাটা উৎসবের সঙ্গে জেলার দরিদ্র কৃষকদের সহযোগিতায় ধান কাটা কার্যক্রম শুরু করেছে তারা।

মঙ্গলবার (২৭ এপ্রিল) সকালে সদরের সত্যপুর গ্রামের দুই দরিদ্র কৃষকের ২ বিঘা জমির ধান কাটায় অংশ নেয় জেলা যুবলীগের নেতাকর্মীরা। সকাল ৭ টায় কৃষক সোহাগ মোল্যার ১ বিঘা জমির ধান কাটা শুরু করে। পরে একই গ্রামের কৃষক শাহজাহান মিয়ার ১ বিঘা জমির ধান কেটে দেয় যুবলীগের নেতাকর্মীরা। 

কৃষক পলাশ ও শাহজাহান জানান, করোনাকালীন মজুরের দাম বেশি হওয়ায় শ্রমিক এনে ধান কাটা তাদের পক্ষে বেশ কষ্টসাধ্য ছিল। জেলা যুবলীগের নেতাকর্মীরা উদ্যোগী হয়ে তাদের জমির ধান কেটে দেয়ায় তারা খুব উপকৃত হয়েছে।   

জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান জানান, করোনা মহামাইরতে শ্রমিক সংকটের কারণে জেলার কৃষকরা ধান কাটতে পারছেন না। ইতিমধ্যে শেখ হাসিনার নির্দেশে ও কেন্দ্রীয় যুবলীগের চেয়ারম্যান ফজলে শামস পরশের আহবানে সাড়া দিয়ে তারা কৃষকের পাশে দাঁড়িয়েছে। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।