
রাজশাহীর বাঘায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপির) সোর্স পরিচয়দানকারী রাব্বি হাসানকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে উপজেলার নারায়ণপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা যায়, এর আগেও রাব্বী মাদক সেবন মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। পরে জামিনে বের হয়ে নিজেকে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপির) সোর্স পরিচয় দিতে শুরু করেন। এ পরিচয় দিয়ে তিনি নানাভাবে মানুষজনকে হয়রানি করতেন।
ওসি নজরুল ইসলাম জানান, রাব্বি হাসানের বিরুদ্ধে অভিযোগ পেয়ে তাকে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। তার ব্যবহৃত মোবাইল জব্দ রয়েছে থানায়। সেই মোবাইলে তার প্রতারণার বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।