
রাঙামাটির কাপ্তাই হ্রদে আগামী ১ মে থেকে ৩ মাসের জন্য় মাছ শিকার নিষিদ্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
শুক্রবার (৩০ এপ্রিল) জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান এই সিদ্ধান্তের কথা জানায়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সম্প্রতি এক সভায় এই ঘোষণা দেওয়া হয়। মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কার্প জাতীয় মাছের আধিক্য বাড়াতে ৩ মাসের জন্য মাছ শিকার বন্ধ থাকবে।
জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানান, শুক্রবার মধ্যরাত থেকে ৩১ জুলাই পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। হ্রদে অবৈধ ব্যবসায়ী ও জেলেরা যাতে মাছ শিকার করতে না পারে এর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। সেই সঙ্গে হ্রদের সাথে সম্পৃক্ত ২২ হাজার জেলের জন্য ভিজিএফ কার্ডের চাল বিতরণও করা হবে।
মাছের প্রাকৃতিক প্রজনন নিশ্চিতকরণসহ হ্রদের প্রাকৃতিক পরিবেশ মৎস্যসম্পদ বৃদ্ধির সহায়ক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রতিবছর তিন মাস মাছ শিকার বন্ধ রাখা হয়।
কর্ণফুলী নদীতে বাঁধ দিয়ে গড়ে তোলা হয় কাপ্তাইয়ের কর্ণফুলী জলবিদ্যুৎকেন্দ্র। এতে ৩৫৬ বর্গমাইল আয়তনের কাপ্তাই হ্রদ সৃষ্টি হয়।