• ঢাকা
  • শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১
প্রকাশিত: মে ১, ২০২১, ০৫:২৪ পিএম
সর্বশেষ আপডেট : মে ৪, ২০২১, ০৯:১১ এএম

মাথায় করে কৃষকের বাড়িতে ধান পৌঁছে দিলেন নারী এমপি

মাথায় করে কৃষকের বাড়িতে ধান পৌঁছে দিলেন নারী এমপি

ক্ষেত থেকে ধান কেটে মাথায় করে কৃষকের বাড়ি পৌঁছে দিলেন জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের এমপি হোসনে আরা বেগম।

শনিবার (১ মে) সকাল ১০ টায় কৃষকলীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে সদর উপজেলার জয়রামপুরে কৃষক খোরশেদ আলম ও শিপনের ক্ষেতে ধান কাটা শুরু করেন।

শ্রমিক সংকটের মুখে কৃষকের ধান কেটে দিতে সহায়তা করতে সাধারণ মানুষসহ কৃষকলীগ ও আওয়ামী লীগের অঙ্গ সংগঠন নেতাকর্মীদের উদ্বুদ্ধ করতে ধান কাটতে কৃষকের কৃষকের ফসলি মাঠে নামেন এই মহিলা এমপি।

তিনি দেড় একর জমির পাকা কেটে মাথায় করে কৃষক খোরশেদ ও শিপনের বাড়িতে পৌঁছে দেন।

 হোসনে আরা বেগম এমপি ফসলের মাঠে নেমে ধান কাটা শুরু করলে কৃষকলীগের নেতাকর্মীসহ সাধারণ মানুষ ধানকাটা উৎসবে যোগ দেয়।

উপস্থিতিদের উদ্দেশে হোসনে আরা বেগম এমপি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার কৃষক বান্ধব সরকার। গত বিএনপি-জামাতের সরকার কৃষকের নামে বরাদ্ধের সার লুটপাট করে দেশে সারের কৃত্রিম সংকট তৈরি করেছিল। সার নিতে গিয়ে ১৮জন কৃষককে প্রাণ দিতে হয়েছিল। আমাদের সরকারের আমলে সারের জন্য কৃষককে জীবন দিতে হয় না। তখন সারের পিছু ঘুরতো কৃষক এখন সারই কৃষকের পিছনে ঘুরে। দেশে সারের কেন সংকট নেয়।

তিনি আরো বলেন,  শ্রমিক সংকট দেখা দেয়ায় শেখ হাসিনার নির্দেশে সারাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা ক্ষেতে ধান কেটে কৃষকের বাড়ি পৌঁছে দিচ্ছে। কৃষকের পাকা ধান যতোদিন সলের মাঠে থাকবে ততোদিন আমাদের ধান কাটা কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সভাপতি মোহাম্মদ মোখলেসুর রহমান জিন্নাহর  কেন্দ্রীয় কৃষক লীগের খেত মজুর বিষয়ক সম্পাদক ইছাহাক আলী সরকার, সদস্য ইঞ্জিনিয়ার ফিজার তালুকদার, জেলা কৃষক লীগের সিনিয়র সহ-সভাপতি ফজলুর রহমান বিএসসি, সাধারণ সম্পাদক হুরমুজ আলী হিরু, মহিলা বিষয়ক সম্পাদক জিন্নত আরা লাভলী, শহর কৃষক লীগের সাধারণ সম্পাদক সম্রাট জামান, শরিফপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম আলম।

গেল বছর কৃষকের কাঁচা ধান কেটে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছিলেন এই মহিলা এমপি।