
খাগড়াছড়ির গুইমারাতে যৌথ বাহিনীর অভিযানে ৪৯০ লিটার চোলাই মদসহ দুজনকে আটক করা হয়েছে।
সোমবার (৩ মে) ভোর ৫টার দিকে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী একটি বাস গুইমারা ডাক্তার টিলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকরা হলেন চট্টগ্রাম জেলার বাশঁখালী পূর্ব চেচুলিয়া এলাকার সন্তোস দাসের ছেলে সুমন দাস ও ফটিকছড়ির ভুজপুর থানার মোহাম্মদপুর এলাকার মোখলেছ মিয়ার ছেলে হারুন।
গুইমারা থানার ওসি মিজানুর রহমান জানান, আটকরা লকডাউন উপেক্ষা করে পাঁচ হাজার টাকায় একটি বাস ভাড়া করে। ওই বাসে গতকাল রাতে ৪৯০ লিটার চোলাই মদ চট্টগ্রামে নেওয়ার উদ্দেশ্যে লোড করে। সোমবার ভোরে খাগড়াছড়ি থেকে চট্টগ্রামে যাওয়ার পথে গুইমারায় ডাক্তার টিলা এলাকায় আসার পর নিরাপত্তা বাহিনীর হাতে আটক হয়। এ ঘটনায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটকদের নামে গুইমারা থানায় মামলা হয়েছে।