
বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে ৬ রাউন্ড পিস্তলের গুলিসহ এক তরুণকে আটক করেছে পুলিশ।
সোমবার (৩ মে) নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে রোববার (২ মে) রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার ঘুমধুম ইউনিয়নের ইয়াহিয়া গার্ডেন এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটকের নাম জহিরুল মামুন। তিনি কক্সবাজারের উখিয়া উপজেলার আনজুমান পাড়ার পূর্ব ফারিরবিল এলাকার ছৈয়দ নুরের ছেলে।
ওসি মো. আলমগীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের টহল দল অভিযান চালিয়ে গুলিসহ তাকে আটক করে। তার বিরুদ্ধে নাইক্ষ্যংছড়ি থানায় অস্ত্র মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।