• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫, ৩ বৈশাখ ১৪৩২
প্রকাশিত: মে ৩, ২০২১, ০৮:২৮ পিএম
সর্বশেষ আপডেট : মে ৩, ২০২১, ০৮:২৮ পিএম

লামায় জেলের আত্মহত্যা

লামায় জেলের আত্মহত্যা

পারিবারিক কলহের জের ধরে বান্দরবানের লামা উপজেলায় দীপক ধর (৩৫) নামের এক জেলে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।

সোমবার (৩ মে) সন্ধ্যায় উপজেলা শহরের একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত দীপক ধর চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার হরিণাবান্দা গ্রামের বাসিন্দা অর বিন্দু ধরের ছেলে।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি মিজানুর রহমান জানান, দীর্ঘদিন ধরে দীপক ধর স্ত্রীকে নিয়ে উপজেলা শহরের মিন্টু দাশের বাসায় ভাড়া থাকতেন। পারিবারিক বিষয় নিয়ে সোমবার সন্ধ্যায় তাদের ঝগড়া হয়। এর জের ধরে অভিমান করে আত্মহত্যা করেন দীপক ধর। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে।  এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান ওসি।