সুন্দরবনের পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের দাসের ভারানি এলাকায় লাগা আগুন ছড়িয়ে পড়ছে সমতল ভূমিতে।
সোমবার (৩ মে) দুপুর ২টার দিকে আগুন লাগে। এরপর টানা ৮ঘণ্টা চেষ্টা চালিয়েও নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হয় বন বিভাগ ও ফায়ার সার্ভিস। সন্ধ্যার পর তারা কার্যক্রম বন্ধ ঘোষণা করে। মঙ্গলবার (৪ মে) সকাল থেকে ফের অভিযান শুরু করা হবে।
এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বন বিভাগ।
সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখেলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক জয়নাল আবেদীনকে প্রধান করে এই কমিটি গঠন করা হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন- শরণখেলা স্টেশন কর্মকর্তা আব্দুল মান্নান ও ধানসাগর স্টেশন কর্মকর্তা মো. ফরিদুল ইসলাম। তদন্ত কমিটিকে আগামী সাত দিনের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।
সুন্দরবন পূর্ব বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মোহাম্মাদ বেলায়েত হোসেন বলেন, ‘সুন্দরবনের মধ্যে আগুন নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে কিছু লতাপাতা পুড়েছে। বড় ধরনের ক্ষতি হয়নি। রাতের কারণে আগুন নিয়ন্ত্রণ কার্যক্রম স্থগিত করা হয়েছে। মঙ্গলবার সকালে পুনরায় আগুন পুরোপুরি নেভানোর কাজে বন কর্মী ও ফায়ার সার্ভিস অংশ নেবে। কী কারণে আগুন লেগেছে, তার জন্য তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’
এই নিয়ে গেল ২০ বছরে ২৫ বার অগ্নিকাণ্ড ঘটেছে সুন্দরবনে।